ক্রাইম পেট্রোল ডেস্ক:
নরসিংদীর শিবপুরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সাইফুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে গলা কে’টে হ’ত্যা করা হয়েছে। হ’ত্যাকাণ্ডের পর নিহতের মাথা এক স্থানে ও শরীর অন্যস্থানে ফেলে রাখা হয়।
রোববার দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত সাইফুল ইসলাম উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন ও কৃষকরা পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে একটি গ’লাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মাঠের একপাশে দেহ ও তার ১০০ গজ দূরে মাথা পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।
নিহতের স্ত্রী শাহীদা বেগম বলেন, ‘শনিবার সন্ধ্যার দিকে তিনি( সাইফুল ইসলাম) বাজারে যান। রাত ৯টায় একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় তিনি ফোন পেয়ে বের হয়ে যান। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে আসেন নি। আমি বারবার তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাই। পরে তার পরিচিত বিভিন্নজনের বাড়িতে গিয়ে খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে সকালে ঈদগাহ মাঠে মরদেহ পড়ে থাকার খবর পাই।’
তিনি আরও বলেন, ‘এক মাস ধরে তিনি এলাকার তাজুলের সঙ্গে গরুর ব্যবসা করতেন। তিনি আরেকজনের কাছ থেকে টাকা ধার করে এনে ব্যবসা করার জন্য তাজুলকে টাকা দিয়েছেন। এখন পাওনাদাররা টাকা চাওয়ায় তিনি তাজুলের কাছে টাকা চাইলে তিনি টাকা দিচ্ছিলেন না। এ নিয়েই তার সঙ্গে দ্বন্দ্ব চলছিল। এর জেরেই আমার স্বামীকে হ’ত্যা করা হয়েছে। আমি স্বামী হ’ত্যার বিচার চাই।’
শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশের মাথা একপাশে ও দেহ কিছুটা দূরে আরেক পাশে পড়ে ছিল। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসাজনিত লেনদেন নিয়ে পূর্বশত্রুতার কারণে এ হ’ত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা তদন্ত করছি আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’