
অনলাইন ডেস্ক :
হযরত মা কাল ইবনে ইয়াসার (রা) কর্তৃক বর্ণিত: রাসুল (স.) বলেন, যে ব্যক্তি সকালে তিনবার আউযুবিল্লাহিস্ সামিয়্যিল আলি মিমিনাশ্ শাইত্বোয়ানুর রাযীম পড়ার পর নিম্নের দোয়া পাঠ করবে, আল্লাহ তা’য়ালা তার জন্য ৭০ হাজার ফেরেশতা নির্ধারিত করে দেন, যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত রহমতের প্রার্থনা করতে থাকেন। আর যদি ওই ব্যক্তি সেদিন মৃত্যুমুখে পতিত হয়, তবে সে শহীদি মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এ দোয়া পাঠ করবে, আল্লাহ তা’য়ালা তার জন্য ৭০ হাজার ফেরেশতা নির্ধারিত করে দেন, যারা তার জন্য ফজর পর্যন্ত রহমতের প্রার্থনা করতে থাকেন, আর যদি সে ওই রাতে মৃত্যুবরণ করে, তবে সে শহীদি মৃত্যু লাভ করবে।
দোয়াটি হলো: হুওয়াল্লা- হুল্লাযী লা- ইলা-হা ইল্লা-হূ ; আ- লিমুল্ গাইবি ওয়াশ্ শাহা-দাতি হুওয়ার রহমা-নুর রাহীম। হুওয়াল্লা- হুল্লাযী লা- ইলা-হা ইল্লা-হূ ; আল্ মালিকুল কুদ্দুসুস্ সালা-মুল মু-মিনুল্ মুহা্ইমিনুল্ আযীযুল্ জাব্বারুল্ মুতাকাব্বির্। সুবহা-নাল্লা-হি’আম্মাঁ ইয়ুশ্ রিকুন্। হুওয়াল্লা-হুল্ খা-লিকুল্ বা-রিউল্ মুছাওয়্যিরু লাহুল্ আসমা…..উল্ হুসনা; ইয়ুসাব্বিহু লাহূ মা- ফিস্ সামা- ওয়া-তি ওয়াল্ আরদ্বি; ওয়া হুওয়াল আযী-যুল্ হাকীম।