মো. সাইফুল্লাহ খাঁন,রংপুর ব্যুরো :
রংপুর নগরীতে অত্যাধুনিক নূর হোটেল অ্যাণ্ড রেস্টুরেন্ট এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) জুম্মার নামাজের পরে নগরীর লালকুঠির মোড়স্থ এ নুর হোটেলের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নূর হোটেল অ্যাণ্ড রেস্টুরেন্টের প্রোঃ নুরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। পরে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সালে মুসা।
নূর হোটেলের ম্যানেজার আশরাফুল ইসলাম বলেন , এখন থেকে গরুর মাংসের কালোভুনা খেতে আর রংপুরের বাহিরে যেতে হবে না। এখানে অন্যান্য খাবারের মধ্যে বেশি পাওয়া যাবে গরুর মাংসের কালো ভুনা , হাঁসের মাংসের ভুনা , কোয়েল পাখি ভুনা , সরিষা ইলিশ , চিংড়ি ভুনাসহ নানান সুস্বাদু ও মানসম্মত খাবার। আশা করি, নুর হোটেলে যে প্রথমবার খেতে আসবে তাকে পুনরায় আসতে হবে ইনশাআল্লাহ। রংপুরের মানুষজন তৃপ্তিসহকারে খাবার খেতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফ্ফার, স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম, রংপুর রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম,যুগ্মসাধারণ সম্পাদক রনজিৎ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, মহিলাবিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী, সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক সিয়াম ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক পারভেজ সুমন, কার্যকারী সদস্য আল শাহারিয়া জিম, জুয়েল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।