
মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর:
রংপুর সদরের মমিনপুরে তিস্তা ক্যানেলের ছোট ব্রিজের কাছ থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার মুন্সিপাড়া গ্রামের রোকনুজ্জামানের মেয়ে রুমি আখতার (২১) নামে নিহত ওই তরুণী দিনাজপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জানিয়ে রংপুর সদর কোতোয়ালি তদন্ত কর্মকর্তা এসআই জাকির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ১৬ ফেব্রুয়ারি রোববার সকালে স্থানীয়রা ইউরিয়া সারের বস্তায় বন্দি অবস্থায় মরদেহটি সেচ খালে পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল দক্ষিণ মমিনপুর পালপাড়ায় তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচ থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে গভীর রাতের কোনো এক সময় মরদেহ পানিতে ফেলেছে।
মরদেহ উদ্ধারের সময় মেয়েটির পরনে ছিল বোরকা, পায়জামাসহ পায়ে ছিলো রূপার তৈরি নূপুর। পাশে ভ্যানিটি ব্যাগটি পড়েছিল। এ ব্যাগে থাকা কাগজপত্রে প্রাথমিকভাবে তার পরিচয় মিলেছে।
পুলিশ জানায়, তরুণীর নাকে রক্ত ও গালে আঙ্গুলের আঁচড়ের ছাপ ও তার গায়ের রঙ ফর্সা ছিলো। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সাজেদুর রহমান বলেন, এটি হত্যাকাণ্ড বলে ধারনা করা হচ্ছে।