মাওলানা : শামীম আহমেদ, সাঁথিয়া,পাবনা >> এ প্রসঙ্গে মহান আল্লাহ তা’য়ালা পবিত্র কোরআনের সুরা আন নিসার ১৭ নাম্বার আয়াতে কারীমায় ইরশাদ করেন : অবশ্যই মহান আল্লাহ ঐ সকল লোকের তওবা কবুল করবেন , যে সকল লোক ভুলবশত: খারাপ কাজ করে। অত:পর অনতিবিলম্বে তওবা করে, এরাই হল সে সব লোক যাদেরকে আল্লাহ তায়ালা ক্ষমা করে দেন। এ ছাড়াও এ প্রসঙ্গে মহানবী রাসুল (সা:) বলেছেন ,পবিত্র হাদীস শরীফে — হযরত আবু হোরাইরা (রা) হতে বর্ণিত হযরত রাসুল (সা) বলেছেন, আল্লাহর কসম! আমি একদিনে সত্তর বারের অধিক তওবা করি এবং আল্লাহ তায়ালার নিকট গুনাহ মাফির জন্য ক্ষমা চাই। (বোখারী শরীফ )