পাবনা প্রতিনিধি >>
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস)-এর কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) চাটমোহর উপজেলা শাখা’র যুগ্ম সম্পাদক এবং চাটমোহর পৌরসভার হেলথ ভিজিটর রোকসানা পারভীন মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) বগুড়া আঞ্চলিক কমিটি’র মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল ৬ জুলাই শনিবার বেড়া পৌরসভা মিলনায়তনে রাজশাহী বিভাগের ৬১টি পৌরসভার মেয়র, কাউন্সিলর, সচিব, প্রকৌশলী সমন্বয়ে অনুষ্ঠিত সভায় বগুড়া পৌরসভার মেয়রকে সভাপতি করে ম্যাব বগুড়া আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে পাবনা’র নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদসহ ম্যাব কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র নেতৃবৃন্দ ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬১টি পৌরসভাকে নিয়ে ‘রাজশাহী’ এবং ‘বগুড়া’ ২টি অঞ্চল গঠিত। তন্মধ্যে বগুড়া-পাবনা-সিরাজগঞ্জ-জয়পুরহাট জেলার ৩৪টি পৌরসভা সমন্বয়ে ” ম্যাব বগুড়া অঞ্চল” এবং রাজশাহী-নাটোর-চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ জেলার ২৭টি পৌরসভা সমন্বয়ে “ম্যাব রাজশাহী অঞ্চল” গঠিত।