ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির মেধাবী ছাত্র নয়ন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল সে। ৩ বছর আগে ‘নয়নকে বাঁচাতে এগিয়ে আসুন’ শিরোনামে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশের বিভিন্ন এলাকা থেকে হৃদয়বান, দানশীল ব্যক্তিরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিছুটা সুস্থ হলেও বর্তমানে টাকার জন্য ওষুধ কিনতে পারছে না তার পরিবার।
জানা যায়, সদর উপজেলার গিলাবাড়ীয়া গ্রামের মতিয়ার রহমানের পুত্র ইশতিয়াক আহমেদ নয়ন। ৩ বছর আগে দূরারোগ্য ব্যাধি টিউমার ক্যান্সারে আক্রান্ত ছিল। কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ করা হয়েছে। এতে খরচ হয়েছিল প্রায় ১০ লাখ টাকা। স্কুটার চালক পিতা মানুষের কাছে হাত বাড়িয়েছিল। বর্তমানে নয়ন ১০ম শ্রেণির ছাত্র। কিন্তু নয়নের বাবা-মায়ের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ করুন ০১৭৩২-৭১৯৩৮৬ (ব্যক্তিগত বিকাশ) নাম্বারে। অথবা, মো. মতিয়ার রহমান, সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা, সঞ্চয়ী হিসাব নং-০০২০১১০৭৫।