রফিকুল ইসলাম : বুধবার কুষ্টিয়া জেলার মিরপুর থানায় নবাগত “অফিসার ইনচার্জ” পুলিশ পরিদর্শক (নিঃ) আবুল কালাম যোগদান করেছেন । নবাগত “অফিসার ইনচার্জ” আবুল কালামকে ফুল দিয়ে বরণ করেন মিরপুর থানায় কর্মরত তার অন্যান্য সহকর্মীবৃন্দ।
নবাগত “অফিসার ইনচার্জ” আবুল কালাম বাংলাদেশ পুলিশের এস.আই হিসেবে ১৯৯৭ সালে যোগদান করেন। পরবর্তীতে তিনি ইন্সপেক্টর হিসেবে পদন্নোতি লাভ করেন গত ১৫/০৯/২০১০ইং তারিখে।
তিনি “অফিসার ইনচার্জ” হিসেবে বরিশালের গৌরনদী থানায় ৩ বছর, নারায়নগঞ্জের বন্দর থানায় ২ বছর ও সাতক্ষীরার শ্যামনগর থানায় ৩ মাস দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে তিনি ২৩শে জানুয়ারি বুধবার সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে বদলি হয়ে মিরপুর থানায় যোগদান করেছেন । নবাগত “অফিসার ইনচার্জ” আবুল কালামকে ফুল দিয়ে বরণ করেন নেন মিরপুর থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর আব্দুল আলীম, সেকেন্ড অফিসার এস.আই বোরহান, এস.আই স্বপন, এস.আই লিটন কুমার এবং এ.এস.আই মোয়াজ্জিনসহ থানার অন্যান্য সকল অফিসারবৃন্দ ।
তিনি আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দসহ মিরপুর উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।