রফিকুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি >>
শুক্রবার দুপুরের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালুরচর নামক স্থানে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানালে পড়ে এক যাত্রীর মৃত্যুর হয়েছে এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে । ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া থেকে একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে মিরপুর বালুরচর নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ক্যানালে পড়ে যায়। এতে এক যাত্রীর মৃত্যু ঘটে এবং অন্তত ৩৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ও স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় । আহতের মধ্যে রয়েছে শিশু, নারী ও পুরুষ।