রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের বাক-প্রতিবন্ধী রাজু আহম্মেদের মেয়ে ও হাজরাহাটি যৌথ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী চুমকিকে নিখোঁজের ২৯দিন পর বরিশাল জেলার উজিরপুর উপজেলার শাতলা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ০৮/০১/২০১৯ইং তারিখ সকাল ১০টার সময় চুমকি নিজ বাড়ী হতে কোচিং- এ ক্লাস করার উদ্দেশ্যে বের হয়। এরপর কোচিং এর ক্লাস শেষ হয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি শুরু করে তার সন্ধান না পেয়ে পরের দিন এ ব্যাপারে মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি করে যার নং ২৮৬, তাং ০৯/০১/২০১৯ইং।