
আবু সায়েম মো.সা’-আদাত উল করীম:
১৭ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)’র ডাকে দেশব্যাপী পদযাত্রা-সমাবেশের অংশ হিসেবে জামালপুরে পদযাত্রা-সমাবেশে চলাকালে আওয়ামী লীগের হামলায় সিপিবির সাবেক সভাপতি ও উপদেষ্টা মনজুরুল আহসান খানসহ প্রায় অর্ধশত নেতা কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে সিপিবির নেতা- কর্মীরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জামালপুর মাদারগঞ্জ উপজেলা শহীদ মিনারের সমানে এই হামলা চালায় তারা।
সেখানে উপস্থিত সিপিবি নেতা হযরত আলী সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশের সামনেই হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। হামলার সিপিবির সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খানসহ আহত হয়েছেন প্রায় অর্ধশত নেতাকর্মী এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ৯ জন। এছাড়াও সমাবেশের মাইক, গাড়ির গ্লাস ও ফেস্টুন ভাংচুর করেছে বলেও তিনি জানান।
জনগণের ভোটাধিকার, কলেজ বিশ্ববিদ্যালয় দখলমুক্ত, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ, জাতীয় ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ, ভূমিহীন ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের রেশন কার্ড, ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর জুলুম-অত্যাচার বন্ধ, ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসমচুক্তি বাতিলসহ ১৭ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)’র ডাকে দেশব্যাপী পদযাত্রা-সমাবেশ কর্মসূচি পালিত হচ্ছে।