ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে মহিলা কলেজ সংলগ্ন ড্রেন থেকে মোহাম্মদ নবী (৬০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার জগিহুদা গ্রামের বাসিন্দা ছিলেন।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, মহেশপুর উপজেলা শহরের পাশেই মহিলা কলেজ সংলগ্ন ড্রেনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। তিনি আরো জানান, মৃতদেহের ধরণ দেখে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড নয়, সড়ক দুর্ঘটনা। হয়তো রাতের কোন এক সময় মহেশপুর শহরে বিস্কিট বিক্রি শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ নবী বাই-সাইকেল নিয়ে ড্রেনে পড়ে গিয়ে মারা যায়। তবুও বিষয়টি নিয়ে সন্দেহ থাকায় ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে বৃদ্ধের ব্যবহৃত সাইকেল ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।