crimepatrol24
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

মহেশখালীতে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইএসডিই এর নতুন গৃহ হস্তান্তর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মার্মা বলেছেন মহেশখালী উপজেলা উপকূলীয় দ্বীপ উপজেলা হবার কারণে দুর্গম এবং সবসময় দুর্যোগ ঝুঁকিতে থাকলেও সরকারি-বেসরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যার কারণে এই দ্বীপ উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণ দুর্যোগে আতঙ্কিত থাকে। ঘূর্ণিঝড়, বন্যাসহ সাইক্লোন মোখা ও হামোরের মতো নানা প্রাকৃতিক দুর্যোগে সবসময় ঝুঁকিতে থাকেন। তাই বাইরে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই ও ব্র্যাক সাইক্লোন মোখা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির পুনর্বাসনে এগিয়ে আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। তবে সহায়তার পরিমাণ এত কম যা পুরো উপজেলার বিশাল ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানো সম্ভব হয়নি। তিনি আশা করেন, পরবর্তীতে সমগ্র উপজেলার ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে সহায়তা পৌঁছানো এবং অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও এভাবে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এগিয়ে আসবেন। বর্তমান সরকারও গৃহহীন মানুষকে গৃহ দিয়ে স্থায়ী ঠিকানা তৈরি করার সরকারের বর্তমান পরিকল্পনার সাথে আইএসডিই এর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন করে নতুন গৃহ, গৃহ সংস্কার, পায়খানা ও নলকূপের প্ল্যাটফরম তৈরি করে দেবার মতো মানবিক কাজগুলোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এধরনের প্রকল্প আরও বাস্তবায়নের অনুরোধ জানান।

১৬ মে ২০২৪ খ্রি. মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ফকিরজুন পাড়ায় রুবি আক্তারের কাছে নতুন গৃহ হস্তান্তর উপলক্ষে অনানুষ্ঠানিক অনুষ্ঠানে উপরোক্ত মন্তব্য করেন তিনি। বেসরকারি সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশের উদ্যোগে ব্র্যাক ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত গৃহহীন জনগোষ্ঠির মাঝে নতুন গৃহ হস্তান্তর এর অংশ হিসেবে উক্ত গৃহ হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে কালারমারছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-০২ মোহাম্মদ আলী, ইউপি সদস্য মোজাম্মেল হক, ব্র্যাকের এইচসিএমপি’র জেলা সমন্বয়কারী অজিত নন্দি, ব্র্যাক এইচসিএমপি’র ডেপুটি ম্যানেজার প্রশান্ত নাথ, ব্র্যাক এইচসিএমপি’র স্পেশালিস্ট কাজী আসিফ মাহমুদ, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, প্রজেক্ট অফিসার টেকনিক্যাল) ইঞ্জিনিয়ার মারুফুল ইসলাম, আইএসডিই মহেশখালী উপজেলা ব্যবস্থাপক মনজুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে মহেশখালী উপজেলা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হলেও কঠিন যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে সহায়তা পৌঁছানো কঠিন। সেখানে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই দীর্ঘদিন ধরেই এই দুর্গম অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে এধরনের মানবিক সহায়তা পৌঁছানো হয়। প্রকল্পের মাধ্যমে এ ধরনের মানবতাবাদী কর্মকান্ড পরিচালনা করে সীমিত বাজেটের মধ্যে একটি পরিপূর্ণ ঘর উপহার দেয়া হয়েছে। আইএসডিই স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরাই এই সহায়তা পেয়েছে। সেকারণে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তবে মহেশখালী উপজেলায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির সংখ্যা অনেক বেশি, তাই এখানে সহায়তার পরিমাণ বাড়ানো দরকার বলে মত প্রকাশ করেন।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই ব্র্যাক ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে ১১টি নতুন ঘর, ১১টি ঘর মেরামত, ১৪টি নলকূপের প্লাটফরম তৈরী, ১৮টি নতুন স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

ডোমার মিরজাগঞ্জে রাজ ব্যাটমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

চাঁদাবাজির মামলায় জামালপুর ঝাওলা গোপালপুর কলেজ অধ্যক্ষের ২ বছরের কারাদণ্ড

হোমনায় লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযান অব্যাহত, ৩ জনের অর্থদণ্ড

করোনাভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে : সং সদে  প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে : সং সদে প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহে হাতুড়ে ডাক্তার দিয়েই চলে সার্বক্ষণিক ক্লিনিক ব্যবসা, নেই কোন অজ্ঞান বা অবশ করার ডাক্তার

জান্নাত লাভের দোয়া

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলার সেরা ইউএনও হওয়ায় হাসান মারুফকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সেনা ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

ময়মনসিংহ জেলার সেরা ইউএনও হওয়ায় হাসান মারুফকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সেনা ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা