ক্রাইম পেট্রোল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পুলিশের বিশেষ অভিযানে ৪শ’ পিস ইয়াবসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন বিরাসার মার্কাজ মসজিদের সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পার্শ্ব থেকে তাদেরকে গ্রেফত্র করা হয়। গ্রেফতার কাজী সাখাওয়াত হোসেন সদর থানাধীন ৫০০ ফুলবাড়িয়া এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে এবং আশিকুর রহমান সাদ্দাম ৬৬১ শেরপুর এলাকার হাবিব মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র) সুমন চন্দ্র নাথ, সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ আবু আহম্মেদ সুজন ফোর্সসহ ০৮/০২/১৯ইং তারিখ রাত্র অনুমান ২১.১৫ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। কাজী সাখাওয়াত (২৬), পিতা-মৃত কাজী রশিদ মিয়া, সাং-৫০০ ফুলবাড়িয়া, ২। আশিকুর রহমান সাদ্দাম (২৮), পিতা-হাবিব মিয়া, সাং- ৬৬১ শেরপুর (দক্ষিণ পাড়া) উভয় থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন বিরাসার মার্কাজ মসজিদের সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পার্শ্ব থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদকদ্রব্য (ইয়াবা) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং- ২৮, তাং-০৯/০২/২০১৯ইং, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।