
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীকে বর্ণাঢ্য আয়োজনে বীরোচিত সংবর্ধনা দিয়েছেন রংপুরবাসী। তাদের ভালোবাসায় সিক্ত জুনিয়র টাইগার অধিনায়ক আগামীতে জাতীয় দলের হয়ে বিশ্বজয়ের আশা ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় যুবা টাইগার অধিনায়ক আকবর আলী ও পেসার শরিফুল ইসলাম সৈয়দপুর বিমানবন্দরে নামেন। আকবর আলীর আসার খবরে রংপুরের প্রশাসন, ক্রীড়া সংগঠন, ক্রিকেট ভক্তরা বিমান বন্দরে আসেন। আকবর ও শরিফুলের নামে দেওয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আকবরদের গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়কে আকবরকে নিয়ে প্রদক্ষিণ করেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুরের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংগঠনের উদ্যোগে তাকে দেওয়া হয় গণসংবর্ধনা। সেখানে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংগঠক, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ সাংস্কৃতিক-রাজনৈতিক নেতৃবৃন্দরা আকবরকে ফুলেল বিশ্বকাপ জয়ী আকবরকে বীর সংবর্ধনা ও শুভেচ্ছা জানান রংপুরবাসী ।
দেশকে বিশ্বকাপ জেতানো যুবা অধিনায়ক আকবর আলী এ সময় বলেন, বাংলাদেশ ক্রিকেটের প্রতি আপনাদের সমর্থন বজায় রাখবেন। দোয়া করবেন যেন এই জয়ই শেষ না হয়, আগামীতে যেন আরও অনেক সাফল্য আসে আমাদের।
বিসিবি পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম বলেন, আকবরদের সাফল্য দেশবাসীর জন্য আনন্দের। আশা করি, আগামীতে তারা জাতীয় দলের হয়ে বিশ্বজয় করবে।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, বিশ্বকাপ জয় দেশের জন্য গর্বের। রংপুরবাসীর জন্য বেশি গর্বের। আমরা আকবরের সুনাম ধরে রেখে রংপুরে আরও ক্রিকেটে উন্নতি চাই।