মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে নতুন বছরের প্রথম দিনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা ‘ব্যুরো বাংলাদেশ’।
বুধবার (১ জানুয়ারি ২০২৫) বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়ন কাউন্সিলর উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় বিরল উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ইশতিয়াক আহমেদ, বিরল থানার ওসি আবদুস ছবুর, ব্যুরো বাংলাদেশ’র আঞ্চলিক ব্যবস্থাপক আলমগীর হোসেন, দিনাজপুর সদর উপজেলা এলাকা ব্যবস্থাপক আপেল মাহমুদ, বিরল উপজেলা এলাকা ব্যবস্থাপক নাজমুস সাদাত, শাখা ব্যবস্থাপক আহম্মদ আলী সরকার, নিরীক্ষা কর্মকর্তা শরৎচন্দ্র রায়, আইটি ব্যবস্থাপক রজেন শেখসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।