জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
পেশাগত জীবনে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য পুলিশ পদক বিপিএম (সেবা) পেয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। ৪ ফেব্রুয়ারি সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেন। পুলিশের চাকরিতে এই পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়। মাদক, সন্ত্রাস দমন ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে বিশেষ ভূমিকা রাখায় ২০১৯ সালে তিনি বিপিএম (সেবা) পদক পেলেন। প্রধানমন্ত্রীর নিকট থেকে বিপিএম (সেবা) পদক গ্রহণের পর পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সবার দোয়া ও আল্লাহ্’র রহমতে ভালো কাজের স্বীকৃতি পেয়েছি। এ স্বীকৃতি ভালো কাজে আরও উদ্দীপনা বাড়াবে। আরও ভালো কাজ করতে চাই। প্রকৃত সেবক হয়ে মানুষের সেবা করতে চাই।