আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: আসন্ন ঢাকা-৫ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাজী মো. আনছার রহমান সিকদার-এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন মো. আল আমীন বেপারীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব অ্যাড. মো. ইয়ারুল ইসলাম। শনিবার ৩ অক্টোবর ২০২০ বিকাল ৫টায় যাত্রাবাড়ি চৌরাস্তা সংলগ্ন শহীদ ফারুক সড়কে অবস্থিত উক্ত অফিস উদ্বোধনকালে দলের ন্যাশনাল সিনেট সদস্য মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. দেবদাস সরকার, দপ্তর সম্পাদক তুষার রহমান, বিগত ডিএসসিসি নির্বাচনের বাংলাদেশ কংগ্রেসের মেয়র প্রার্থী মো. আয়াতুল্লাহ ওরফে আক্তারুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. আবুল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। প্রধান অতিথির উদ্বোধনী বক্তৃতায় অ্যাড. মো. ইয়ারুল ইসলাম বলেন, দেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে এগুচ্ছে। হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। কৃষি ও শিল্পের বিকাশ ঘটছে না। বেকারত্ব ক্রমবর্ধমান হারে বাড়ছে। প্রবাসীরা কাজ হারাচ্ছে। বিপর্যস্ত এই দেশকে ঘুরে দাঁড়াতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। যার জন্য বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ কংগ্রেসকে ভোট প্রদানের মাধ্যমে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাড. মো. মিজানুর রহমান বলেন, ক্রমবর্ধমান রাষ্ট্রীয় ও সামাজিক অবক্ষয়রোধে সরকারের পরিবর্তন দরকার। এর জন্য জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। নতুনদেরকে নেতৃত্বে আনতে বাংলাদেশ কংগ্রেসের ‘ডাব’ প্রতীকে ভোট দেওয়ার জন্য ঢাকা-৫ আসনের সম্মানিত ভোটারদের প্রতি আহবান জানান তিনি।
দলের ন্যাশনাল সিনেট সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, বার বার একই দল ক্ষমতায় থাকার কারণে সরকারি দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অতিমাত্রায় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, প্রতারণায় জড়িয়ে পড়ছে। তাদের বেপরোয়া ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীকে ভোট দিতে তিনি ভোটারদের প্রতি অনুরোধ করেন। বিরাজমান রাজনৈতিক সংকট ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে ‘ডাব’ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রার্থী হাজী মো. আনছার রহমান সিকদার। অফিস উদ্বোধনশেষে প্রার্থীকে নিয়ে ‘ডাব’ প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহবান জানিয়ে জনসংযোগে অংশগ্রহণ করেন উপস্থিত নেতা-কর্মীবৃন্দ। আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।