জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের কালিকাপুর আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় সদর থানার সেকেন্ড অফিসার এস আই প্রবীর কুমার, এস আই কবির হোসেন, এ এস আই মাহমুদুর রহমান, মিঠু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হাফিজুল আজাদ, ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি বদর আলী মন্ডল, সহকারী শিক্ষক শাহানাজ বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থেকে সমাজ ও জাতি গঠনে কাজ করার জন্য পড়াশুনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।