পাবনা প্রতিনিধি ঃ পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নতুন মিলনায়তনে আজ ২৩ এপ্রিল ২০১৯ খ্রি: মঙ্গলবার দিনব্যাপী “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন পাবনার জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকতেখারুল ইসলাম।
মোট ৮টি গ্রুপে উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক মিলিয়ে সর্বমোট ৮০ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।