পাবনা প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়া উপজেলায় আগামি ২৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে।
আটঘরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।২৭ এপ্রিল থেকে শুরু হওয়া কার্ড বিতরণ কার্যক্রম চলবে ১১ জুন ২০১৯ পর্যন্ত।পৌর এলাকায় ওয়ার্ড ভিত্তিক ভাগে ভাগে এই কার্ড বিতরণ করা হবে।
শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে বিতরণ করা হবে এই স্মার্টকার্ড। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বিতরণ কাজ।
নির্ধারিত তারিখের মধ্যে পৌরবাসীদের মধ্যে দেয়া হবে পৌরসভা ভবন থেকে। আর ইউনিয়নবাসীদের দেয়া হবে স্ব স্ব ইউনিয়ন পরিষদ অফিস থেকে অথবা স্থানীয় বিদ্যালয় থেকে।
আটঘরিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আটঘরিয়া পৌরবাসীর মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে ২৭ এপ্রিল থেকে, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।
এছাড়া চাঁদভা ইউনিয়নে বিতরণ করা হবে ৩০ এপ্রিল থেকে ৪মে পর্যন্ত।
দেবোত্তর ইউনিয়নে বিতরণ করা হবে ৬ মে থেকে ৯ মে পর্যন্ত।