পাবনা জেলা প্রতিনিধি :
পাবনায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি এবং বাজার মনিটরিং বিষয়ক উপদেষ্টা কমিটির এক যৌথ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাহেদ পারভেজ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ আলম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুস সালাম, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী’র সাবেক সিনিয়র সহ সভাপতি মাহবুব-উর রহমান মুকুল, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী’র পরিচালক সাংবাদিক এ. বি. এম. ফজলুর রহমান, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন প্রমুখ।
সভায় বাজার মনিটরিং বৃদ্ধির মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য সামগ্রী ভোক্তাদের জন্য নিশ্চিত করার লক্ষ্যে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।