পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুই কোটি টাকা মূল্যের কোকেনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার (১২ মে) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মামুনুর রশিদ (৪০) ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের শাহ আলম (২৯)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমাণ্ডার জানান, ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি বাসে অবৈধ মাদক কোকেন নিয়ে যাচ্ছে দুই মাদক ব্যবসায়ী- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঈশ্বরদীর দাশুড়িয়ায় মিত্র এলপিজি অটো গ্যাস সার্ভিসের সামনে চেকপোস্ট দিয়ে যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় শ্যামলী বিজনেস ক্লাস বাস থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক ও তাদের কাছ থেকে ৩৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কোকেনের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে দাবি র্যাবের।