মাওলানা শামীম আহমেদ সাঁথিয়া পাবনা >>
পবিত্র মাহে রমজান রহমত বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আমাদের কাছে আগমন করেছে । এ মাসের বরকতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দা বান্দির আমলের মর্যাদা বৃদ্ধি করে দিয়ে থাকেন। যেমন কেউ যদি এ মাসে একটি ফরজ কাজ আদায় করে তাহলে অন্য মাসে ৭০টি ফরজ আদায়ের সাওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দিয়ে থাকেন। আবার কেউ যদি এ মাসে একটি টাকা দান করে তাহলে মহান আল্লাহ তায়ালা তার আমলনামায় ৭০ টাকা দান করার সাওয়াব দান করেন। এ জন্য মহান আল্লাহর সকল বান্দা বান্দির উচিত পবিত্র মাহে রমজান মাসে বেশী বেশী করে দান সাদকা করা। মহান আল্লাহ সকল মুসলিম উম্মাহকে মহান আল্লাহ তায়ালার রাস্তায় বেশী বেশী করে দান করার তাওফিক দান করুন আমিন। ছুম্মা আমিন।।