
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
পঞ্চগড়ের বোদা উপজেলায় ইটভাটায় মাটি মাখা মেশিনে পড়ে শুকুর আলী (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরকার পাড়া গ্রামে এস এস বি নামে ইটভাটায় এ দুর্ঘটনাটি ঘটে।শ্রমিক শুকুর আলী পাঁচপীর ইউনিয়নের হেলা আমতলা বাগানিয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের ন্যায় ইটভাটায় কাজ করছিলেন শুকুর আলী।এক পর্যায়ে অসাবধানতায় মাটি মাখা মেশিনে পড়ে যান শুকুর আলী। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ইটভাটায় মাটি মাখা মেশিনে পড়ে শুকুর আলী নামে এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।