তৌফিকুল ইসলাম, তিতাস(কুমিল্লা) প্রতিনিধি>>
নৌকা প্যানেলের পক্ষে ভোট চাইলেন সাবেক মহাজোটের এমপি আমির হোসেন ভূঁইয়া। আজ ১৭ মার্চ রবিবার তিতাস উপজেলার বন্দরামপুর,কাপাশকান্দি গ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়ার সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
আমির হোসেন ভূঁইয়া বলেন, দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নৌকা,তালা ও ফুটবল মার্কায় ভোট দিন।
কুমিল্লা(উ:)যুবলীগের যুগ্ন-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিরোধিতা করা কোনো মুজিব আদর্শিক সৈনিক করতে পারে না। তাই দেশকে এগিয়ে নিতে নৌকার কোনো বিকল্প নাই।সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমার ভূঁইয়ার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নৌকা মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম সোহেল সিকদার,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও থানা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও থানা মহিলা যুবলীগের সভানেত্রী ফরিদা ইয়াছমিন, সহ-সভাপতি রাজা মিয়া সওদাগর, থানা আওয়ামীলীগের সদস্য হালিম, থানা যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক আমির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আওলাদ প্রমুখ।