আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী স্ট্রাস্টের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ লতিফিয়া ক্বারী সোসাইটি উপজেলা শাখার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে লতিফিয়া ক্বারী সোসাইটি নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ফান্দাউক মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সোসাইটির সভাপতি মূফতি সৈয়দ আশরাফ শামীম আল হোসাইনীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মাওলানা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ আল-হোসাইনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দরবার শরীফের দ্বিতীয় পীরজাদা মাওলানা মূফতি সৈয়দ মাঈনুদ্দিন আহমাদ, ফান্দাউক মদিনাতুল উলুম ্আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর ভূইয়া,লতিফিয়া ক্বারী সোসাইটি লাখাই উপজেলা শাখার সভাপতি মূফতি রায়হান উদ্দিন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটির সহ-সভাপতি মাওলানা কাউছার আহমেদ,মাওলানা মূফতি মো: শাহ আলম মাছুমী,মাওলানা হুমায়ুন কবির,মাওলানা আক্তারুজ্জামান।
সভায় পূর্বের কমিটির সভাপতি পীরজাদা মাওলানা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ আল-হোসাইনী নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মাওলানা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ আল-হোসাইনী।