অনলাইন ডেস্ক >> নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২০) নামের এক তরুণীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের পৌর এলাকার বীরপুর বর্মণপাড়ায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ফুলন রানী বর্মণকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফুলন নরসিংদী পৌর এলাকার বীরপুরের যুগেন্দ্র বর্মণের মেয়ে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে ফুলনের বাবা যোগেন্দ্র চন্দ্র বর্মন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতেই অগ্নিদগ্ধের ঘটনায় জড়িত থাকার সন্দেহে সঞ্জিব রায় নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ ও অগ্নিদগ্ধ তরুণীর পরিবারিক সূত্রে জানা যায় , সন্ধ্যার পর শাজাহান মোক্তার নামে ফুলনের বাবার এক সহকর্মী কাজের সূত্র ধরে তাদের বাড়িতে আসেন। রাত সাড়ে ৮টার দিকে ফিরে যাওয়ার সময় তার সঙ্গে কেক কিনতে যান ফুলন। কেক কিনে ও মোবাইল ফোনে রিচার্জ করে রেললাইন পার হয়ে বাড়ির গলির মুখে পৌঁছার পর চলে যান শাজাহান মোক্তার। নির্জন আর অন্ধকার গলি ধরে একা বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ফুলনের হাত ও মুখ চেপে ধরে খোলা একটি জায়গায় নিয়ে আসে। দুর্বৃত্তদের একজন তার মুখ চেপে ধরে রাখে, আর অন্যজন তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ফুলনের শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উপস্থিত ব্যক্তিরা পানি ও চটের বস্তা চাপা দিয়ে তার শরীরের আগুন নেভান। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ফুলন জানায়, কেক কেনার পর অন্ধকার গলি দিয়ে বাড়িতে ফেরার সময় দুজনকে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখি। তখন একটু ভয় পেতে দ্রুত পা চালালেও ওই দুইজন দৌড়ে গিয়ে আমার মুখ চেপে ধরে কেরোসিন ঢেলে দেয়। তারপর একটি ম্যাচের কাঠি ধরিয়ে আমার দিকে ছুড়ে মারে। আগুন ধরে যাওয়ার পর আমি চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। অন্ধকারের কারণে আমি তাদের চিনতে পারিনি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, এ ঘটনায় ফুলনের বাবা যোগেন্দ্র বর্মন বাদী হয়ে অজ্ঞাতনামা দু’জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আমরা ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থের বোতল, ম্যাচ, মেয়েটির পুড়ে যাওয়া চুলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে আমরা তদন্ত শুরু করেছি। খুব দ্রুত আমরা অপরাধীদের শনাক্ত করতে পারব । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জিব রায় নামের একজনকে আটক করা হয়েছে।