crimepatrol24
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৫, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি।।
২৫ জুলাই ২০২৫ শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন থাকার পরেও বর্তমানে ৩৫ লক্ষ শিশু শ্রমে নিযুক্ত আছে। তার মধ্যে ঝুকিপূর্ণ কাজে নিযুক্ত রয়েছে ১০ লাখ শিশু। এর অন্যতম কারণ আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপট।’

সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘শিশুশ্রম বন্ধ করতে হলে স্কুলকে আকর্ষনীয় করা এবং যে শিশুটিকে তার গরিব মা-বাবা অভাবের কারণে স্কুলে না দিয়ে কাজে দিয়েছেন, স্কুলের পক্ষ থেকে সেই অভাব দূর করতে কী ধরনের পদক্ষেপ নেয়া যায় সরকারকে সেই চিন্তা করতে হবে। যাতে শিশু স্কুলমুখী হয়।’

শ্রমিকদের ব্যাপারে সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘দেশের শিল্প কারখানা ও শ্রমঘন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ, শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষায় ২০০৬ সালের শ্রম আইনের আলোকে রাষ্ট্রীয় উদ্যোগে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শ্রমিকদের স্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষায় নানামুখী কর্মকাণ্ডের সুফল যাতে প্রকৃত ভুক্তভোগী শ্রমিকসহ সকল সুবিধাভোগী শ্রমিকদের দোরগোড়ায় দালালমুক্ত উপায়ে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন ও শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই-আলম সিদ্দিকী , দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মোঃ ওসমান গনি, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল সাকিব মোবারক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুজ্জামান জনি, আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোঃ মামুনুর রশিদ, শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ,মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।

মত বিনিময় শেষে আবেদনকারী বিভিন্ন শ্রমিক ও শ্রমিক পরিবারের ( চিকিৎসায় ৮৪ জন ও মৃত ব্যক্তির পরিবারের ৬ জন সহ মোট ৯০ জন) মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২ লক্ষ ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এর আগে পাহাড়পুরে অবস্থিত দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর কার্যালয় পরিদর্শন করেন ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বসতঘর ভা’ঙচুর-লু’টপাট

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

শৈলকুপা এলজিইডি অফিসে ডেকে নিয়ে তিন ঠিকাদারকে মারধরের অভিযোগ

নাসিরনগরে অভিবাসী কর্মী উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

চকরিয়ার এহেছান হুজুর আর নেই

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ: এএসআই রাহেনুলের ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর

দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন আরও ৯০টি ভূমিহীন পরিবার

খুটাখালীতে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার

খুটাখালীতে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ১০৭   শিক্ষক -কর্মচারীর বেতন বন্ধ !

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ১০৭ শিক্ষক -কর্মচারীর বেতন বন্ধ !

হোমনায় ৪ মামলার ওয়ারেণ্টভুক্ত ছবির ডা*কাত গ্রেফতার