কামরুল হক চৌধুরী >> কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চাঁদগাও গ্রামের আয়নাল সরকার নিজ বাসায় গড়ে তুলেছেন এক বিশাল ছাদবাগান। গ্রাম এলাকায় এমন দৃশ্য খুব একটা দেখা যায়না বললেই চলে। প্রবাসী জীবন কটিয়ে দেশে এসে আয়নাল সরকার এই চারতলা বাড়িটি নির্মাণ করেন। চ্যানেল আই-তে শাইখ সিরাজের কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে দেখে তিনি ছাদবাগান গড়ে তোলার পরিকল্পনা করেন এবং এই বাগানটি গড়ে তোলেন। এখন এ বাগানে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, আমড়া, কামরাঙা, আঙ্গুরসহ প্রায় শতাধিক ফলজ ও ওষধি গাছ রয়েছে। পাশাপাশি তিনি সব্জি চাষ এবং প্রায় পঞ্চাশটির মতো কবুতরও পালন করেন। এতে তার পরিবারের চাহিদা মিটিয়ে তিনি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের মাঝে এগুলো বিতরণ করে থাকেন। পরোপকারী আয়নাল সরকার দুই বছর আগে বাবুল মিয়া নামের এক পঙ্গু অসহায়কে বিনা ভাড়ায় তার বাসায় আশ্রয় দিয়েছেন। বাবুল এখনো তার আশ্রয়েই বসবাস করছে। আয়নাল সরকার বাবুলের স্ত্রীকে একটি হাইস্কুলে আয়ার কাজও পাইয়ে দিয়েছেন। স্ত্রী এবং দুই ছেলে নিয়ে আয়নাল সরকারের সংসার। স্ত্রী-পূত্ররা তাকে বাগানের কাজে সহযোগিতা করে থাকে। গ্রাম্য শালিস- দরবার, রাজনীতি তার পছন্দ নয় বলে বাগান, বাড়ি, পরিবার নিয়েই তার সময় কাটে এবং তিনি ভালো আছেন।।