কামরুল হক চৌধুরী : কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর এর পিতা আব্দুস সামাদ এবং তার ছোটভাই সালেহ মোঃ টুটুল এর একমাত্র কন্যার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। আব্দুর রহমান মানিকের উদ্যোগে দাউদকান্দিস্থ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার কার্যালয়ে আজ মঙ্গলবার এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এমসয় উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের সভাপতি মোঃ রুবেল হোসেন, আব্দুস সাত্তার, মোশাররফ আহমেদ মাহি, মো. নুরহান গাজী, মো. জাহিদ খান, মহসিন আলী ফার্সি এবং সুজন বেপারী প্রমুখ।।