আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নিবার্চনে ২০২১ এ নবনিবার্চিত চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণকে শপথ পাঠ করান পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, রাজিয়া সুলতানা, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়াসহ উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।