আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ক্রিকেটবাজির ৪ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
২ এপ্রিল মঙ্গলবার রাত ১০টায় ডোমার থানার এএসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পিএসআই আরমান আলী, এএসআই সফিক, শাহিন অভিযান চালিয়ে উপজেলার সোনারায় ইউনিয়নের ধরনীগঞ্জ বাজারের মাসুম বিল্লার দোকান থেকে তাদের আটক করে। আটকরা হলেন, সোনারায় ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামের হাসমত আলীর ছেলে মাসুম বিল্লা (২৭), একই এলাকার আব্দুল লতিফের ছেলে হাফিজুল ইসলাম (৩২), শালমারা এলাকার সাইদুল ইলামের ছেলে ওমর ফারুক (৩০), জেলে পাড়ার জয়ন্ত দাসের ছেলে আপন দাস (২৫)।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে পুলিশী আইনে ৩৪ ধারা মোতাবেক এনজিআর মামলা নং-২৭/১৯ দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আমি গত ৩১মার্চ এই থানায় যোগদান করেছি, আমাদের মাদক, জুয়ার অভিযান অবাহত রয়েছে।