আনিছুর রহমান মানিক, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেল ও সুমন ২দিনের রিমান্ডে।
জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবী করছে পুলিশ। এতে আরো চোরাই মোটরসাইকেল উদ্ধারের সম্ভাবনাসহ চোর চক্রের অনেক রাঘব বোয়াল জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। যদিও অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ এখনি তা প্রকাশ করছে না।
থানা সুত্রে জানা যায়, গত ২০শে জুন রাতে এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে ডোমার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের কথিত সাংবাদিক জুলফিকার আলী ভুট্টোর ছেলে মাসুদ পারভেজ সোহেল(২৪) ও উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী এলাকার জামিয়ার রহমানের ছেলে সুমন (১৯) কে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। ২৫জুন তাদের নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট ডোমার আদালতে হাজির করে সোহেল ও সুমনের ৭দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক শাহিন কবির ২জন আসামীর ২দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামীদের ডোমার থানায় জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল চুরি ও ছিনতাইয়ের অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানান ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।
তিনি আরো জানান, মোটরসাইকেল চুরি ও ছিনতাই গ্রুপের অপর মাস্টার মাইন্ড সবুজকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য ,গত ২০শে জুন রাতে মূলহোতা সোহেলকে ১টি চোরাই মোটরসাইকেলসহ আটক করলে তার তথ্য মতে ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে আরো ২টি চোরাই মোটরসাইকেলসহ ৩জনকে আটক করে। কথিত সাংবাদিক ভুট্টোর ছেলে সোহেল তার পিতার ছত্রছায়ায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে চুরি ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে আসছে এবং তার বিরুদ্ধে ডোমার থানায় একাধিক মামলা রয়েছে বলে তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান।।