আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪জুলাই) উপজেলা প্রশাসন আয়োজিত সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু প্রমুখ বক্তব্য রাখেন। সেখানে নবম ও দশম শ্রেণির ১২৮জন শিক্ষার্থীকে ৮শত ও একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৯১জন শিক্ষার্থীকে ১৪শত টাকা করে মোট ৩১৯জন ছাত্র/ছাত্রীর মাঝে ৩লক্ষ ৭২হাজার টাকা উপজেলা পরিষদের তহবিল হতে বিতরণ করেন অতিথিগণ।