আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মাদক কারবারী খোকনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার বিকালে এসআই আব্দুল লতিফের নেতৃতে এএসআই শাহিন, আমিনার সদর ইউনিয়নের বড়রাউতা পাগলা বাজার নামক স্থান থেকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ইনছান আলীর ছেলে হাবিবুর রহমান খোকন (২৬) কে গাঁজা বিক্রির সময় আটক করে। গতকাল সোমবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, খোকন একজন মাদক কারবারী তার নামে দেবীগঞ্জসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।