আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, মাতৃমৃত্যু রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে ল্যাম্বের তহবিল গঠন ও ভিশনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্প। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু। বিশেষ অতিথি হিসাবে, সাবেক শিক্ষক মাফলার রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম বসুনিয়া, ইউপি সদস্য দুলাল শাহ্, জিয়াউর রহমান, নাছিমা আক্তার, শিরিন মঞ্জিল, আনোয়ারা বেগম, অহিনুর ইসলাম, সমাজ সেবক মজিবুল হক, আবু তারেক উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুস ছালাম, রেফারেল কো-অর্ডিনেটর কাজল কুমার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। গ্লোবাল এ্যাফেয়ার্স ক্যানাডার অর্থায়নে, ল্যাম্ব প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় উক্ত কেন্দ্রে ২৪/৭ নিরাপদ প্রসব সেবা চালু রাখার জন্য উন্নয়ন তহবিল গঠন ও পরিকল্পনা প্রনয়ণ করা হয়।