আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার গোমনাতীতে ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়েছে।
উপজেলার গোমনাতী বাজার ব্যবসায়ীবৃন্দ আয়োজিত ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে গোমনাতী হাইস্কুল মাঠে ১০তম বার্ষিকীর সমাপনি দিবস অনুষ্ঠিত হয়েছে। ২১মার্চ বৃহস্পতিবার শেষ দিনে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলাম চৌধুরী। প্রধান মুফাস্সীর হিসাবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন, আলহাজ্ব হযরত মাওঃ রুহুল আমিন, রাজশাহী। বিশেষ মুফাস্সীর আলহাজ্ব হযরত মাওঃ মোকাররম হোসেন সাইদী, নীলফামারী। প্রথমদিন মঙ্গলবার প্রধান মুফাস্সীর হযরত মাওঃ ইয়ামিন বিন আমেরী, কুষ্টিয়া, বিশেষ মুফাস্সীর হযরত মাওঃ রুহুল আমিন, ঠাকুরগাঁও। দ্বিতীয় দিন বুধবার প্রধান মুফাস্সীর হযরত মাওঃ শাইখুল ইসলাম শাইখ, রংপুর। বিশেষ মুফাস্সীর ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক হযরত মাওঃ আব্দুল খালেক বয়ান পেশ করেন। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, দীর্ঘ ১০বছর যাবত মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল পরিচালনা করে আসছি, এবার উপজেলা নির্বাচনের কারণে মাহফিল দেরীতে করায় অনেকটা বেগ পেতে হয়েছে। আগামীতে সরকারী/বেসরকারী ও জনপ্রতিনিধিদের সহযোগীতা পেলে এরচেয়েও আরো বড় ধরনের পদপে নিতে পারবে বলে আশা করেন তিনি।