![](https://crimepatrol24.com/wp-content/uploads/2019/05/IMG_20190506_121020-1024x683.jpg)
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ক্রিকেটবাজির এজেণ্ট সন্তোষ ও মাদকসেবী সাকিলকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৫মে) রাতে ডোমার থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে এএসআই ইবনে দায়িদ, শাহিনুর ইসলাম শাহিন উপজেলার সোনারায় ইউনিয়নের হাজীর মোড় এলাকা থেকে বড়গাছা বানিয়া পাড়া গ্রামের অনিল রায়ের ছেলে বিশিষ্ট ক্রিকেটবাজির এজেণ্ট সন্তোষ রায় (৩৩) ও ডোমার সরকারি কলেজ মাঠ থেকে মাদক সেবনকালে কলেজপাড়া এলাকার মৃত শফিউর রহমান বেলালের ছেলে আবু শাকিল (৩০) কে আটক করে পুলিশ। এ বিষয়ে সন্তোষের নামে পুলিশি আইনে ১৫১ ধারা ও শাকিলের নামে ৩৪ ধারা মোতাবেক মামলা নং-২১৯, তারিখ-০৫/০৫/১৯ দায়ের করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্তোষ হাজীর মোড়ে দীর্ঘদিন ধরে ক্রিকেটবাজির এজেণ্ট হিসেবে কাজ করে এলাকার অনেক যুবককে সর্বশান্ত করেছে এবং শাকিলের বিরুদ্ধে মাদক বিষয়ে অভিযোগ রয়েছে। গতকাল মাঠে মাদক সেবনের সময় তাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের নীলফামারী আদালতে পাঠানো হয়।