আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে কু’চক্রী মহলের ষ’ড়যন্ত্রের প্রতিবাদে পৌর প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুই লক্ষ টাকা চাঁ’দা না দেয়ায় ডোমার পৌরসভার টোল আদায় নিয়ে সাধারণ অটোভ্যান চালকদের সাথে নিয়ে আন্দোলন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক গোলাম আইয়ুব কুদ্দুস এবং পৌরসভার চাকুরীচুত ইলেট্রিশিয়ান নুরুজ্জামান বাবলা (লাদেন) নামে কথিত দুজন সমাজসেবক। ডোমার পৌরসভার সকল স্তরের জনসাধারণকে নিয়ে এরই প্রতিবাদে মতবিনিময় ও আলোচনা সভা করেন পৌর প্রশাসন।
রবিবার (০৪ জুন) সন্ধ্যায় ডোমার বাজার রুবেল চত্বরে পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলুর সঞ্চালনায় প্যানেল মেয়র সেলিম রেজা, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, আনোয়ারল হক, ওহিদুল ইসলাম, পৌরসভার ইজারাদার রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, কথিত সমাজসেবক আইয়ুব এবং বাবলা নিজেদের ফায়দা হাসিলের জন্য সাধারণ রিকশা ভ্যানচালকদের ব্যবহার করে পৌর কর আদায়ে অপপ্রচার চালায়। গত শনিবার তারা কিছু ভ্যান ও অটো চালকদের নিয়ে পৌর এলাকায় টোলমুক্ত করার দাবিতে রেলগেটে অবরোধ কর্মসূচি পালন করে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এরই প্রতিবাদে সকলকে সাথে নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেন পৌর প্রশাসন।
পৌর কর্তৃপক্ষ জানান, আগামীতে পৌরসভার উন্নয়ন কাজে বাধা প্রদান করলে ষ’ড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দেন।