আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ দোকান মালিক সমিতি উপজেলা শাখার উদ্যোগে “সংবর্ধনা ও মত বিনিময়” সভা অনুষ্ঠিত হয়েছে।
সেই সাথে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে সংবর্ধনা দিয়েছে দোকান মালিক সমিতি। (২-মার্চ) শনিবার রাতে বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দোকান মালিক সমিতির আয়োজনে সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নূর-মোহাম্মদ এর সভাপতিত্বে উক্ত সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন।বিশেষ অতিথি হিসেবে, ডিমলা থানার (ভারপ্রাপ্ত) অফিসার্স ইনচার্জ মফিজ উদ্দিন শেখ, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা শাখা বাংলাদেশ দোকান মালিক সমিতি সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আলী আহম্মদ মুর্তজা লেলিন, প্রচার সম্পাদক ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা থানার ওসি তদন্ত সোহেল রানা, ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার আবু বক্কর সিদ্দিক, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নিরঞ্জন দে, সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার মুন বলেন, সকল ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগের নিরাপদ ওয়ারিং, অনাকাঙ্খিত অগ্নিকান্ডে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, খাদ্য পন্য পরিমাপের সময় বাটখারার পরিবর্তে ডিজিটাল মিটার/স্কেল ব্যবহার, সর্বত্রই পরিস্কার পরিছন্নতা বজায় রাখা, ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য যাবতীয় সরকারি নিয়মনীতি মেনে চলার পাশাপাশি ইউনিয়ন পরিষদ কর্তৃক ট্রেড লাইসেন্স গ্রহণ এবং নিয়মিতভাবে আয়কর প্রদান করার আহবান জানান তিনি।