আনিছুর রহমান মানিক, নীলফামারী প্রতিনিধি>>
“ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার জন্য বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে” তিস্তা নদীর ভাঙ্গনে কবলিত এলাকার প্রায় ১’শত ভূমিহীন অসহায় অতিদরিদ্র পরিবারকে মাথা গোঁজানোর ঠাঁই হিসেবে নীলফামারী ডিমলা উপজেলা ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ৮নং ওয়ার্ডে গতকাল সরকারি খাস চার একর জমির ওপর গুচ্ছগ্রাম নির্ধারণের স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন , অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মুন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, ইউপি সচিব সুবাস চন্দ্র রায়, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। নির্ধারিত স্থান পরিদর্শন শেষে উপস্থিত সকলের উদ্দেশে জেলা প্রশাসক, বাল্য বিবাহ প্রতিরোধ ও বাল্যবিবাহের কুফল, শিক্ষার সুফল, স্বাস্থ্য, যৌতুক প্রথাসহ নানা বিষয়ের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করেন।