
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ্যাম্বুলেন্স উন্মুক্তকরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ জানুয়ারি) বিকেলে উক্ত ইউনিয়নে অবস্থিত ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সর্বসাধারণের সেবার জন্য একটি এ্যাম্বুলেন্স উন্মুক্তকরণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায়,শিক্ষা সহকারী প্রকৌশলী আবু তাহের, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, নীলফামারী জেলা পরিষদ সদস্য ও ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আকুল চৌধুরী,আমন্ত্রিত অতিথি একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী, বিদ্যালয়টির প্রধান শিক্ষক হামিদুর রহমান,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার, উক্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
উল্লেখ্য, প্রায় ৮১ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এলজিএসপি ৩- ২০১৯-২০ অর্থ বছরের ৯ লাখ ৯৫ হাজার টাকা,নীলফামারী জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু, উক্ত ইউপি চেয়ারম্যানের ছেলে হালিমুর রহমান জিসান, ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম সুকারুর যৌথ অর্থায়নে এ্যাম্বুলেন্সটি ক্রয় করে তা মহৎ উদ্দেশ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।