
সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল)বিতরণ করা হয়েছে।এইচ বিসি হাই পাওয়ার লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার(২ফেব্রুয়ারি)
বিকেলে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তিস্তা ডিগ্রী কলেজ মাঠে টেপাখড়িবাড়ী,ঝুনাগাছ চাপা নী ও খালিশা চাপানী ইউনিয়ন সহ তিন ইউনিয়নের চারশত অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এইচ বিসি হাই পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও নারায়ণগঞ্জ জেলা উষ্ণ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাজী সেলিম রেজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী,প্রধান বক্তা প্রবাসী বন্ধু পরিষদ চেয়ারম্যান ও প্রবাসী আন্তর্জাতিক উষ্ণ অ্যাসোসিয়েশন সভাপতি মোহম্মদ রিপন ফকির, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়,সহকারী কমিশনার (ভূমি)মনোয়ার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিজুর রহমান আনন্দ, প্রধান গ্রুপের চেয়ারম্যান ও নারায়নগঞ্জ জেলা উষ্ণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মিজান প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইয়াসিন আরাফাত অনন্ত, কিং ব্যাটারি, এইচবিসি কোম্পানি লিমিটেডের পরিচালক, ফাহিম আহম্মেদ, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার,ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান,টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক,খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন প্রমুখ ।