জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ডা. নিগার নাহিদ এর অকাল মৃত্যুতে ঝিনাইদহ জেলা বি এম এর পক্ষ থেকে গভীর শোক প্রাকাশ করা হয়েছে। বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের (রেডিওলোজী ইমেজিং) বিভাগের জুনিয়ার কনসালটেন্ট ডা. নিগার নাহিদ ডেঙ্গু শক সিনড্রোম রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপালে গত বুধবার বেলা ১০টার সময় ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি …. রাজিউন)। তিনি ২৫তম বিসিএস শেষে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চিকিৎসক হিসেবে চাকুরিতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র ও স্বামীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ঝিনাইদহ জেলা বি এম এর সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী জানান, ঝিনাইদহ সদর হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা: তারিক আকতার খাঁন এর স্ত্রী ডা. নিগার নাহিদ এর অকাল মৃত্যুতে জেলা বি এম এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।