![](https://crimepatrol24.com/wp-content/uploads/107979603_2609561925960820_2739017522658909448_n.jpg)
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি হরিনাকুন্ডু উপজেলার বলরামপুর গ্রামের ছেলে। আক্রান্ত ব্যক্তিকে ঝিনাইদহ শিশু হাসপাতালে ভর্তি করা হয়। ডাকবাংলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব শেখ জানান, ডাকবাংলাতে আক্রান্ত ব্যক্তি কুয়াকাটায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেখানেই তার করোনা পজিটিভ হয়েছে বলে আমি মনে করছি।
এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোকলেছুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে হরিনাকুন্ডুর একজন করোনা পজিটিভ নিয়ে কুয়াকাটা থেকে ডাকবাংলায় আসে এবং আক্রান্ত ব্যক্তিকে ঝিনাইদহ শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ডাকবাংলা এলাকায় করোনা আক্রান্তের খবর ডাকবাংলাসহ পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বমহলেই এখন আতঙ্ক বিরাজ করছে।