
ঝিনাইদহ সংবাদাতাঃ
‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে “ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তোরাঁ ” শ্রমিকদের র্যালি, আলোচনাসভা ও মহান মে দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তোরাঁ শ্রমিকদের আয়োজনে বুধবার (১লা মে) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তোরাঁ চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, মুজিব চত্ত্বরের ইসলামী হাসপাতাল সংলগ্ন এলাকার অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। শ্রী স্বপন কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম মোল্লার পরিচালনায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, মুজিব চত্ত্বরের ইসলামী হাসপাতাল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে বক্তব্য রাখেন, সভাপতি শ্রী স্বপন কুন্ডু, সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাবেক সভাপতি মোঃ ইসলাম, কার্যকরী সভাপতি টুটুল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল, বাবলু মিয়া ও মোস্ত মোল্লা প্রমুখ। এ সময় বক্তারা, শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান, প্রশ্নোত্তর ও তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় চার শত কার্যকরী সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে ও অনুষ্ঠান শেষে কার্যকরী সদস্যদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।