জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে সিও সংস্থা ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের চাকলাপাড়ায় সিও কনভেনশন সেন্টারে এ কম্বল বিতরণ করা হয়। সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সরকারি কেসি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ শহিদুল ইসলাম, এনআরবিসি ব্যাংক হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক রাসেল মেহেদী, সিও’র আইন উপদেষ্টা এ্যাড. টিপু সুলতান, অ্যাড. কামরুল আবেদীন শাহিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিও’র সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেন, পরিচালক (ঋণ) ওহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলা, প্রধান হিসাব রক্ষক বদরুল আমিন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অসহায়, এতিম দুস্থ্য শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়।