ঝিনাইদহ প্রতিনিধি >>
সন্তানের জন্য নিজের জীবন দেওয়ার নজীর আবারো প্রমাণ করলেন ঝিনাইদহের এক মমতাময়ী মা। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন আত্মহুতি দিয়ে সন্তানের প্রতি নিগুঢ় ভালবাসার স্তম্ভ প্রতিষ্ঠা করলেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে। মঙ্গলবার সকাল ৬ টা। বৈডাঙ্গা গ্রামের সোলাইমান মিয়ার ছেলে সামিউল্লাহ (২) ঘরের পাশে খেলছিলো। এ সময় কারেন্টের ছেড়া তার শিশুর শরীরে স্পর্শ করে। সন্তানের চিৎকারে মা ফরিদা খাতুন (২৫) ঘটনাস্থলে এসে দেখেন সামিউল্লাহর শরীর কারেন্টের তারের সাথে আটকে আছে। সন্তানকে বাঁচাতে গিয়ে মা ফরিদা খাতুন ছেলেকে ধরে হ্যাচকা টান মেরে নিজেও আটকে যান। এ সময় সন্তান বাঁচলেও বাঁচেনি ফরিদা খাতুন।
ফরিদার শ্বশুর ইসমাইল হোসেন কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান, ছেলেকে বাঁচাতে গিয়ে পুত্রবধুকে হারাতে হলো।
প্রতিবেশিরা জানান, শিশু সামাউল্লাহ ঝিনাইদহ সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।