জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
তীব্র শীত আর হিমেল হাওয়া যেন আরো জেঁকে বসেছে ঝিনাইদহে। মৃদ শৈত্য প্রবাহে নাকাল এ এলাকার জনজীবন। শীতের এই তীব্রতাই বেশি কাবু নিম্ন আয়ের মানুষ। শীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে সামান্য উষ্ণতা দিতে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার রাতে সদর উপজেলার ভেন্নাতলা কালী মন্দিরের সামনে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর থানার ওসি এমদাদুল হক শেখসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, জনহিতকর কাজে সম্পৃক্ত থাকার মাঝে এক ঐশ্ব্যরিক প্রশান্তি রয়েছে। এমন প্রশান্তি শুধু অনুভব করা যায়। ঝিনাইদহ জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনহিতকর কাজে সম্পৃক্ত থাকতে বদ্ধ পরিকর। জনহিতকর কাজের অংশ হিসেবে এ শীতবস্ত্র বিতরণ।